আসছে হলোগ্রাম চ্যাটিং সুবিধা
ভিডিও কলে ঘণ্টার পর ঘণ্টা পর্দার দিকে তাকিয়ে থাকার বিরক্তি থেকে নিস্তার দিতে আসছে হলোগ্রাম চ্যাটিং সুবিধা। এজন্য ফোন বুথ আকারের একটি মেশিন আনছে লস এঞ্জেলসের প্রতিষ্ঠান পোর্টল ইনকর্পোরেট।
পুরো ডিভাইসটি সাত ফুট উঁচু, পাঁচ ফুট চওড়া এবং দুই ফুট গভীর।
এটির সাহায্যে পৌঁছে দেওয়া যাবে নিজের হলোগ্রাফিক ছবি এবং আলাপ করা যাবে অপর প্রান্তের মানুষটির সঙ্গে। মেশিনে প্রয়াত স্বজন বা ঐতিহাসিক মানুষের হলোগ্রাফ রেকর্ড করে রাখার প্রযুক্তিও যুক্ত করার সুযোগ থাকছে এতে।
পোর্টল-এর প্রধান নির্বাহী ডেভিড নাসবাম জানিয়েছেন, মেশিনটির দাম শুরু হচ্ছে ৬০ হাজার ডলার থেকে। তবে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে এ খরচ কমে আসবে। আগামী বছর নাগাদ টেবিলের উপর রাখা যাবে এবং স্বল্প দাম হবে এমন ছোট আকারের ডিভাইস তৈরির পরিকল্পনাও রয়েছে তাদের।
ডিভাইসে চাইলে লস অ্যাঞ্জেলস ভিত্তিক প্রতিষ্ঠান ‘স্টেরি ফাইলে’র কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি জুড়ে নিয়ে হলোগ্রাম রেকর্ডও তৈরি করা যাবে। তবে, এতে খরচ বেড়ে দাঁড়াবে ৮৫ হাজার ডলারে।
স্টোরিফাইল প্রধান নির্বাহী হিদার স্মিথ জানিয়েছেন, রেকর্ড করে রাখা হলোগ্রামে আলাপচারিতার ছোঁয়া পাবে মানুষ। “আপনি তাদের উপস্থিতি অনুভব করতে, শারীরিক বাচনভঙ্গি এবং অন্যান্য ভঙ্গিমা দেখতে পাবেন। মনে হবে আপনি যেন ওই মানুষটির সঙ্গে কথা বলছেন যদিও তিনি সেখানে নেই।”